সুরমার ঢেউ সংবাদ :: করোনা পজেটিভ নিয়ে শহরের হাবীব প্রাইভেট হাসপাতালে মৃতঃ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নস্থিত মমরুজপুর গ্রামের তছলিম আলীর সহধর্মিণী রাবেয়া বেগমের কাফন দাফন করেছে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন।
১ আগষ্ট রবিবার মৃতের পরিবারের পক্ষ থেকে কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজারের সিনিয়র সদস্য আব্দুল আহাদের সাথে যোগাযোগ করলে, টিম প্রধান সাইফুল ইসলাম সরকার মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাবরীনা রহমান বাধনের অনুমতি ও নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে মৃতঃ রাবেয়া বেগমের লাশ গোছল, কাফন ও দাফনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। লাশের গোছল ও কাফনে দায়িত্বে ছিলেন সংগঠনের মহিলা সদস্য শাবানা বেগম, ফারজানা আক্তার রেজভী ও সুমা চৌধুরী।
সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মৃতের বাসভবনের সামনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে স্বাস্থ্যবিধি মেনে শারিরিক দূরত্ব বজায় রেখে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের সদস্যগণ, মৃতের আত্বীয়-স্বজনসহ এলাকার লোকজন অংশগ্রহন করেন। পরে মৃতঃ রাবেয়া বেগমকে উনার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন কাজের দায়িত্বে ছিলেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের টিম প্রধান সাইফুল ইসলাম সরকার, টিম সমন্বয়কারী সুমন আহমদ, সংগঠনের সিনিয়র সদস্য আব্দুল আহাদ, আজাদ মিয়া, মোঃ সুহেল আহমদ আহমেদ, মোঃ জবরুল ইসলাম ও স্বপন চৌধুরী।