

সুরমার ঢেউ সংবাদ :: বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিনম্র শ্রদ্ধায় গভীর শোক প্রকাশ করেছেন ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট ড. এম জি মৌলা মিয়া, এমবিই। তিনি কায়মনো চিত্তে মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ সময় ৩০ ডিসেম্বর সকালে, সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শ. ই. সরকারকে ফোন করে , রাজনগর ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপ- ইউকে, মৌলভীবাজার জেলা জনসেবা সংস্থা- মিডল্যান্ড ইউকে, এমবিএম বিজনেস গ্রুপ- বিডি ও ড. মৌলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার প্রতিষ্ঠসতা সম্পাদক ও প্রকাশক ড. এম জি মৌলা মিয়া, এমবিই এ শোকবার্তা জ্ঞাপন করেন।
শোকবার্তায় তিনি বলেন- মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবার-পরিজন ও দেশবাসীকে এ কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন, আ-মি-ন।

