ইউকেবিসিসিআই’র সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন : এম জি মৌলা মিয়া (এমবিই) ২য়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত

ইউকেবিসিসিআই’র সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন : এম জি মৌলা মিয়া (এমবিই) ২য়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত

শ. ই. সরকার :: উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যের বৃটিশ-বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীজ (ইউকেবিসিসিআই) এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ২য়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এম জি মৌলা মিয়া (এমবিই)। গত ২৬ জুন বৃহস্পতিবার দুপুরে ইস্ট লন্ডনের গ্র্যান্ড রসই রেস্টুরেন্টে বিপুলসংখ্যক প্রবাসী ব্যবসায়ীর উপস্থিতিতে এ সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়।

সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া (এমবিই), বার্ষিক প্রতিবেদন পেশ করেন ফাইন্যান্স ডাইরেক্টর কমরু আলী। ইন্টারন্যাশনাল ট্রেড এফেয়ার্স রহিমা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ

 

সাধারণ সভা ও নির্বাচনে, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইউকেবিসিসিআই এর সাবেক সভাপতি ও পরিচালক নাজমুল ইসলাম নুরু।নির্বাচনে ২য় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এম জি মৌলা মিয়া (এমবিই), নতুন কমিটির সদস্যরা হলেন-

 

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম খালিক জামাল, ভাইস প্রেসিডেন্ট মোঃ পাবেল কাদির চৌধুরী, ফাইন্যান্স ডাইরেক্টর ড. জশ ইউ আহমেদ, লিগ্যাল এফেয়ার্সডা ইরেক্টর ব্যারিস্টার আনোয়ার মিয়া, ইন্টারন্যাশনাল ট্রেড এফেয়ার্স ডাইরেক্টর মিস রহিমা মিয়া, মেম্বারশীপ এন্ড পাবলিক রিলেশনস ডাইরেক্টর মোঃ সাইফুল আলম, ইন্টারন্যাশনাল ট্রেড এফেয়ার্স এসিস্ট্যান্ট ডাইরেক্টর মিসেস ফারজানা হোসেন নীলা।

সংগঠনের বোর্ড অব ডাইরেক্টরবৃন্দের মাধ্যমে সারাবছর নানা ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়। ইউকেবিসিসিআই এর বোর্ড অব ডাইরেক্টর হিসাবে রয়েছেন, বোর্ডের চেয়ারম্যান ইকবাল আহমেদ (ওবিই), ফাউন্ডার প্রেসিডেন্ট ও ডাইরেক্টর বজলুর রশিদ (এমবিই)সহ বৃটেনের স্বনামধন্য ব্যবসায়ীরা। রয়েছে বিভিন্ন রিজিওনাল কমিটি। বোর্ডের অন্যান্য ডাইরেক্টরবৃন্দ হলেন, সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, জামাল উদ্দিন মোকদ্দুস, হারুন মিয়া ও অলি খান (এমবিই)।

 

 

 

সংগঠনের ডাইরেক্টরসহ বিভিন্ন রিজিওনাল প্রধান হিসাবে দায়িত্বে রয়েছেন, মিডল্যান্ডস অঞ্চলের রিজিওনাল প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমদ, ইস্ট অব ইংল্যান্ড অঞ্চলের রিজিওনাল প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল, বাংলাদেশ অঞ্চলের রিজিওনাল প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, লন্ডন অঞ্চলের কনভেনর কমরু আলী ও ওয়েস্ট অব ইংল্যান্ড অঞ্চলের কনভেনর করিম মিয়া শামীম।

সংগঠনের বোর্ড অব ডাইরেক্টর বিদায়ী কমিটির নিষ্ঠা ও পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পূর্ববর্তী ডাইরেক্টরবৃন্দের প্রতিও শ্রদ্ধা জানানো হয়। ডাইরেক্টও ও মেম্বারগণ সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া (এমবিই)-কে আন্তরিক অভিনন্দন জানান।

প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া (এমবিই) তাঁর বক্তব্যে বলেন, এখন ইউকেবিসিসিআই এর জন্য নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে চলার উপযুক্ত সময়। বিদ্যমান ব্যবসাগুলিকে সহায়তা করার পাশাপাশি নতুন উদ্যোক্তা ও অংশীদারিত্বের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য ও অগ্রাধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *