নিজস্ব সংবাদ :: মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দু’দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন হয়েছে আজ ২১ জানুয়ারি মঙ্গলবার। এ উপলেক্ষ্যে উপজেলা হলরুমে সদর উপজেলার নিবার্হী অফিসার মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার,
উপজেলা শিক্ষা অফিসার আব্দুছ সামাদ মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রিপন চন্দ্র দাস ও শাহ হেল্লাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল হক। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ সদর উপজেলা প্রাঙ্গণে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। মেলায় মৌলভীবাজার সদর উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। মেলায় শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন ও উন্নত জীবন ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ের উপর প্রকল্প প্রদর্শন করছে।

