চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ আগামী ২৫ মার্চ সোমবার

চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ আগামী ২৫ মার্চ সোমবার

সুরমার ঢেউ সংবাদ :: চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ আগামী ২৫ মার্চ সোমবার। এদিন সকাল ১০টা ২৩ মিনিটে গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৩টা ২ মিনিট পর্যন্ত। চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতসহ আমেরিকা, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন এবং অন্যান্য স্থান থেকে। বাংলাদেশ থেকেও এ চন্দ্রগ্রহণের দেখা মিলতে পারে।
চলতি মাসের পূর্ণিমা তিথির মধ্যেই পড়েছে চন্দ্রগ্রহণ। অন্যদিকে, দোল পূর্ণিমায় এ চন্দ্রগ্রহণ পড়া নিয়ে অনেকেই শাস্ত্রমত সম্পর্কে উদ্বিগ্ন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ২৫ মার্চ চন্দ্রগ্রহণটি খালি চোখে দেখা যাবেনা।
প্রসঙ্গত, নিজের কক্ষপথে চলার সময় যখন চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় সূর্যের সঙ্গে অবস্থান করে, তখন পৃথিবী চলে আসে সূর্য আর চাঁদের মাঝে। এর ফলে চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে। চন্দ্রগ্রহণ বলা হয় এ মহাজাগতিক ঘটনাকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *