রাজনগরে ‘সাংবাদিক সাগর’ পরিচয়ে চিনি বোঝাই ট্রাকে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা

রাজনগরে ‘সাংবাদিক সাগর’ পরিচয়ে চিনি বোঝাই ট্রাকে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা

মোহাম্মদ হায়দার :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ‘সাংবাদিক সাগর’ পরিচয়ে চিনি বোঝাই ট্রাকে চাঁদাবাজির অভিযোগে মামলা (নং ১১, তাং ১৬/০৩/২০২৪ইং) দায়ের হয়েছে রাজনগর থানায়। চাঁদা না পেয়ে ট্রাকচালক ও তার সহকারীকে মারধোর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়েছে।
সম্প্রতি রাজনগর উপজেলার মুন্সিবাজার থেকে কদমহাটা পর্যন্ত সড়কে সাংবাদিক ও রাজনৈতিক নেতা পরিচয়ে একটি চক্র চিনি বোঝাই ট্রাকে চাঁদাবাজি করে আসছে বলে লোকমুখে শোনা যাচ্ছিল।
মামলার ও পুলিশ সূত্রে জানা যায়- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা থেকে চিনি বোঝাই একটি ট্রাক (রাজশাহী মেট্রো-ট-০২-০০৬৮) রাজশাহীর উদ্দেশ্যে যাবার পথে ১৫ মার্চ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজনগর উপজেলার মৌলা পয়েন্ট (কলেজ পয়েন্ট) এলাকায় ৫/৬টি মোটরবাইক ও ২টি প্রাইভেট কারযোগে কয়েকজন ট্রাকটির গতিরোধ করে। তাদের মধ্যে ১ জন নিজেকে ‘সাংবাদিক সাগর’ পরিচয় দিয়ে আইডি কার্ড দেখিয়ে ১৫০ বস্তা চিনি দাবি করে। নতুবা এ সড়ক দিয়ে চিনি বহন করতে হলে সাংবাদিক সাগরসহ সবাইকে ১০ লাখ টাকা দিতে হবে বলে হুমকি ধামকি দেয়। তা সত্তেও চিনি দিতে রাজি না হলে চাঁদাবাজরা ট্রাকচালক ও তার সহকারীকে মারধোর করে নগদ ১৫ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় ট্রাকচালক ও তার সহকারী শোর-চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসায় চাঁদাবাজরা পালিয়ে যায়।
এ ঘটনায় জকিগঞ্জ উপজেলার খিলগ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান ১৬ মার্চ শনিবার ‘সাংবাদিক’ পরিচয় দেয়া সাগর, রুবেল, আলআমিন ও বাদশার নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০ জনের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ওসি মো. আব্দুস ছালেক জানান- চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামীদেরকে শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *