মৌলভীবাজারে ‘তোমার যৌবন আর একুশের চেতনা সমার্থক’ কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন

মৌলভীবাজারে ‘তোমার যৌবন আর একুশের চেতনা সমার্থক’ কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে ‘তোমার যৌবন আর একুশের চেতনা সমার্থক’ কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীতে। সাংবাদিক মোস্তাক চৌধুরীর সভাপতিত্বে ও কবি মুজাহিদ আহমদের সঞ্চালনায় পাবলিক লাইব্রেরীর সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে ৯ মার্চ রাতে অনুষ্ঠিত কবি খছরু চৌধুরী রচিত এ কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সাংবাদিক ও ছড়াকার আব্দুল হামিদ মাহবুব। অন্যান্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহেদ বখত ময়নু, সৈয়দ মুহিবুল আমীন, অপূর্ব কান্তি ধর, এডভোকেট রমা কান্ত দাশগুপ্ত, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইকবাল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী, মহিদুর রহমান, পুলক কান্তি ধর প্রমুখ। আলোচকরা বলেন- কবিতা হচ্ছে সাহিত্যের এমন এক নান্দনিক শাখা, যেখানে যাপিত জীবনের বাস্তবতায় প্রেম-দ্রোহ ও জীবন সংগ্রামের নানা দিকগুলো ফুটে ওঠে। কবি তাঁর কল্পনাশক্তি ব্যবহার করে শব্দচয়ন করেন। কবিতা তখনই সার্থক কবিতা হয়, যখন এটি সমাজের বাস্তবতায় সময়ের প্রয়োজনে নিখুঁত শৈলীতে উপস্থাপিত হয়। এ কারণে কবিতাকে শিল্পের মর্যাদা দিতে হয়। যিনি কবি তিনি শিল্পীও। যিনি কবি তিনি সমাজকে সচেতন করার ও জাগিয়ে তোলার পথপ্রদর্শকও। কবিতায় জীবনের আনন্দ, দুঃখ, বেদনা ও কবি-কল্পনার সবকিছুই থাকে। খছরু চৌধুরী তাঁর কবিতায় সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর কবিতায় প্রেম-দ্রোহ ও সমাজের প্রতি দায়বদ্ধতার সুস্পষ্টতা রয়েছে। এককালের ছাত্রনেতার সমাজ বদলের আকাংখ্যা এসে মিশেছে কবিতায়। তাঁর কবিতার বহুল প্রচার আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক দুলাল ভট্টাচার্য, বাসদ নেতা বদরুল হোসেন, কবি সৌমিত্র দেব টিটু, অধ্যক্ষ তোফায়েল আহমদ, এডভোকেট মনিরুল ইসলাম টিটু, লেখিকা তাসনিমা বেগম, নির্বেন্দু নির্ধুত, ছাত্রনেতা বিশ্বজিৎ নন্দী, শহীদ পন্ডিত সারদা-অন্নদা স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি কল্যাণী দাশগুপ্তা, এবাক মৌলভীবাজার’র নেত্রী এহসানা চৌধুরী চায়না প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জেলার কবি সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবীসহ বিভিন্ন সুধীজনেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *