ভল্ট থেকে টাকা সরিয়ে দুদকের জালে অগ্রণী ব্যাংক মৌলভীবাজার শাখার ক্যাশিয়ার ঝন্টু লাল দাশ

ভল্ট থেকে টাকা সরিয়ে দুদকের জালে অগ্রণী ব্যাংক মৌলভীবাজার শাখার ক্যাশিয়ার ঝন্টু লাল দাশ

সুরমার ঢেউ সংবাদ :: ভল্ট থেকে টাকা সরিয়ে দুদকের জালে অগ্রণী ব্যাংক মৌলভীবাজার শাখার ক্যাশিয়ার ঝন্টু লাল দাশ। ব্যাংকের ভল্ট থেকে টাকা সরানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে- কর্মরত থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাৎ করে আসামি দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলার বিবরণে বলা হয়- আসামি ঝন্টু লাল দাশ ২০২২ সালের ৩০ মে অগ্রণী ব্যাংকের মৌলভীবাজার শাখায় ক্যাশিয়ার হিসেবে যোগ দেন। একই বছরের ৭ জুন ওই শাখার প্রধান ক্যাশিয়ারের দায়িত্ব পান। গত ১১ ফেব্রুয়ারি ব্যাংকটির দায়িত্ব পালনকালে ২৮ লাখ ৩৩ হাজার টাকা সরিয়ে ফেলেন ঝন্টু লাল দাশ। সেদিন টাকা গণনা করতে গিয়ে এ টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে।
ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি দুদককে জানালে তারা সরেজমিনে সেখানে যান। একইসঙ্গে ঝন্টু লাল দাশকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। কিন্তু, টাকা কোথায় রেখেছেন তার কোনো সদুত্তর দিতে পারেননি এ কর্মকর্তা। পরে মৌলভীবাজার শাখার কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়- ঝন্টু লাল দাশ উচ্চ সুদে বেশ কয়েকটি ঋণ নেন। সেসব টাকা নিজের ব্যবসায়ে বিনিয়োগ করেন। কিন্তু, লোকসান হওয়ায় টাকাগুলো ফেরত দিতে পারেননি। অন্যদিকে ঋণের টাকা পেতে পাওনাদাররা চাপ দিতে থাকেন। পরবর্তীতে ঝন্টু লাল দাশ নিজ কর্মস্থলের ভল্ট থেকে ২৮ লাখ ৩৩ হাজার টাকা সরান। তাই, তার বিরুদ্ধে উপরোক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *