মোহাম্মদ হায়দার :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বিয়ের আগের রাতে ধামাইল অনুষ্ঠানে কথা কাটাকাটির জেরে সংঘটিত দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। আনুমানিক ২ ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের নিক্ষিপ্ত পাল্টাপাল্টি ইট-পাটকেলের আঘাতে এ আহতের ঘটনা ঘটে। ৪ আগষ্ট শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামে সংঘটিত এ ঘটনার খবর পেয়ে রাজনগর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছলেও, এর আগেই স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়। আহতদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে- বেতাহুঞ্জা গ্রামের আজমত মিয়ার ছেলে কয়েছ মিয়ার বিয়ের আগের দিন ৩ আগষ্ট বৃহষ্পতিবার রাতে এলাকার ছেলেরা বরের বাড়িতে ধামাইল অনুষ্ঠানের জন্য জড়ো হয়। এসময় ধামাইল অনুষ্ঠান নিয়ে এলাকার চেরাগ মিয়া, এরাগ মিয়া ও লাল মিয়ার ছেলেদের সাথে ইসকার মিয়া ও মিসকার মিয়ার ছেলেদের কথা কাটাকাটি হয়। বিষয়টি ওই সময়ই স্থানীয়রা মিমাংসা করে দেন।
তা সত্তেও ওই ঘটনার জের ধরে ৪ আগষ্ট শুক্রবার জুম্মার নামাজে যাবার সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ২ ঘন্টাব্যাপি উভয়পক্ষ দেশীয় অস্ত্র প্রদর্শন ও পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয়পক্ষের মহিলাসহ অর্ধশতাধিক আহত হন। গুরুতর আহত হৃদয় মিয়া, নাসেল মিয়া, মিলু ও আশ্বব মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা এবং অন্যরা মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এদিকে, ঘটনার খবর পেয়ে রাজনগর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়। পরে উভয়পক্ষকে থানায় অভিযোগ করতে বলে পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে যায়।