মৌলভীবাজারের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ চৌধুরী (পাখি) আর নেই

মৌলভীবাজারের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ চৌধুরী (পাখি) আর নেই

মোঃ রুহুল আলম রনি :: মৌলভীবাজারের পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বেতার সিলেটের বিশিষ্ট গীতিকার, বিশিষ্ট হোমিও চিকিৎসক ও শহরের কান্তা হোমিও লজ’র মালিক ও অবসরপ্রাপ্ত উপ-সহকারী খাদ্য কর্মকর্তা ডাঃ এ আর এম আব্দুল লতিফ চৌধুরী (পাখি) আর নেই। তিনি দীর্ঘদিন গুরুতর অসুস্থ্য ও চিকিৎসাধীন থেকে গত ৬ মে শনিবার সন্ধা ৬টা ৫০ মিনিটে শহরের শমসেরনগর রোডস্থ মাইজপাড়ার উনার নিজ বাসভবন “বীর নিবাসে” ইন্তেকাল হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের প্রথম জানাযা আজ ৭ মে রবিবার সকাল ১১টায় মৌলভীবাজার শহরের সৈয়ারপুরস্থ বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাযা দুপুর ২টায় তার নিজ গ্রাম কুলাউড়া উপজেলার বড়মচাল ইউনিয়নের নন্দনগরের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ পুত্রবধু, ২ কন্যা, ২ জামাতা, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ চৌধুরী (পাখি) এর মৃত্যুতে গভীর শোক ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমানসহ বিভিন্নজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *