ইশরাত জাহান চৌধুরী :: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে শোকের মাস আগষ্ট উপলক্ষ্যে মাসব্যাপী অনুষ্ঠিত “বঙ্গবন্ধু অলিম্পিয়াড -৩” এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৩১ আগষ্ট বুধবার। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদের সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আজিজুর রহমান। অলিম্পিয়াড প্রতিযোগীতায় বিজয়ী হয় বড়লেখার দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। প্রতিযোগীদের মেধার স্ফুরণ দেখে অবিভূত হন উপস্থিত অতিথি ও হল ভর্তি শিক্ষক-শিক্ষার্থীরা। এ প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ। প্রতিযোগীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।