শ্রীমঙ্গলের চা বাগানে টিলাধ্বসে লাশ হলেন ৪ চা-শ্রমিক

শ্রীমঙ্গলের চা বাগানে টিলাধ্বসে লাশ হলেন ৪ চা-শ্রমিক

সুরমার ঢেউ সংবাদ :: শ্রীমঙ্গলের চা বাগানে টিলাধ্বসে লাশ হলেন ৪ চা-শ্রমিক। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নস্থিত লাখাইছড়া চা বাগানে সংঘটিত মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ ১৯ আগস্ট শুক্রবার দুপুর ১টার দিকে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে- বসতগৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃহ সংস্কারের জন্য মাটির প্রয়োজনে চা-বাগানের টিলার পাদদেশে মনুষ্যসৃষ্ট সুড়ংগে মাটি কাটার একপর্যায়ে হঠাৎ টিলাধ্বসে মাটি চাপা পড়েন মাটিকাটারত ৪ চা-শ্রমিক নারী। ঘটনাস্থলেই তাদের নিহত হন। নিহত ৪ চা-শ্রমিক নারীই লাখাইছড়া চা বাগানের শ্রমিক।
নিহতরা হলেন হীরা রানী ভূমিজ (৩৪), রীনা ভূমিজ (২০), পূর্ণিমা ভূমিজ (২৩) ও রাধামনি মাহালী (৩৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ জানান- নিহত ওই ৪ নারীর মধ্যে রাধামনি মাহালী লাখাইছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুন মাহালীর স্ত্রী। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলনেতা আব্দুল কাদির বলেন- যতটুকু জেনেছি, নিহত ওই ৪ নারী তাদের বসতগৃহ সংস্কারের জন্য মাটি সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। টিলা অনেক উঁচু হওয়ায় ও মাটি নরম থাকায় ধ্বসে পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *