মৌলভীবাজারে ‘হাজার সূর্যের গান’ উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠিত

মৌলভীবাজারে ‘হাজার সূর্যের গান’ উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠিত

শ. ই. সরকার জবলু :: পূর্ব পাকিস্তান ছাত্রলীগ মৌলভীবাজার মহকুমা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ৬০ এর দশকের খ্যাতিমান কথাসাহিত্যিক, কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের (বর্তমান কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ) সাবেক প্রধান শিক্ষক মরহুম এন. আই. আজিজুল হক ইকবালের জীবদ্দশায় রচিত ‘হাজার সূর্যের গান’ উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে ১৭ আগষ্ট বুধবার রাতে।
প্রকাশনা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ আইনজীবী ও বিশিষ্ট লেখক মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও প্রকাশনা উৎসব উদযাপন পরিষদের সদস্যসচিব নুরুল ইসলাম শেফুুলের সঞ্চালনায় শহরের একটি হোটেলের হলরুমে আয়োজিত এ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
অনুষ্ঠানে জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার’র সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আলী চুন্নু, বিএমএ মৌলভীবাজার’র সাবেক সভাপতি ডাঃ এম এ আহাদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব, সিনিয়র সাংবাদিক মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসী ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, নাট্যকার আব্দুল মতিন, নাট্যকার আ.স.ম সালেহ সোহেল, নাট্যকার রুহেল আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমীন রুহেল, সাংবাদিক নুরুল ইসলাম, কবি মোজাহিদ আহমদ, কবি পুলক কান্তিধর, উপন্যাসের প্রকাশক মরহুম এন. আই. আজিজুল হক ইকবালের কানাডা প্রবাসী পুত্র জিয়াউল হক ফেরদৌস প্রমুখ আলোচনায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *