প্রযোজক-অভিনেতা অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম

প্রযোজক-অভিনেতা অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম

সুরমার ঢেউ বিনোদন :: প্রযোজক-অভিনেতা অন্তত জলিলের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। ১৮ আগস্ট বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অনন্তর বিরুদ্ধে চুক্তিভঙ্গের নানা অভিযোগ করেছেন এই নির্মাতা। জানান, তেহরানে অভিযোগ নিবন্ধন এবং বাংলাদেশের আদালতে তিনি মামলা করতে যাচ্ছেন।
তার প্রোফাইল থেকে একটি ইনস্টাগ্রাম পোস্টে পরিচালক মুর্তজা লিখেছেন, ‘অনন্ত জলিল আমাদের সঙ্গে চুক্তি এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। ছবিটির অর্ধেক প্রযোজনা আমাদের। বাকিটা তার। তিনি আমাদের অর্ধেক প্রযোজিত ছবি নষ্ট করে দিয়েছেন। ‘ডে’ (রুজ) ছবিটি নিয়ে চুক্তিতে যেসব পরিকল্পনা করা হয়েছিল তার কিছুই ঘটেনি। তিনি আমাদের প্রযোজনা নষ্ট করে দিয়েছেন। তিনি তার মতো করে ছবিটি চালিয়েছেন নিজের মতো করে। এটা সরাসরি আমাদের প্রধান চুক্তির লঙ্ঘন। অথচ আমি এই আয়োজনের প্রধান প্রযোজক আমি।’
বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি লেখেন, ‘আমি বাংলাদেশের সাথে একটি চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার একমাত্র কারণ ছিল, ই’রানি ও বাঙালি জনগণের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করা। বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধ সংস্কৃতি বিনিময় করা এবং একে অপরকে আরও ভালোভাবে জানা। কারণ আমি বিশ্বাস করি, শিল্পই একমাত্র সর্বজনীন ভাষা যা সীমানা ভেঙ্গে দেয়।’
বিষয়টি নিয়ে তিনি আরও লেখেন, ‘আমি বাঙালি সংস্কৃতিকে সম্মান করি এ কারণে তার (অনন্ত জলিল) সঙ্গে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কোনও সমাধান দেননি। অনন্ত তার বিরুদ্ধে তেহরানে অ’ভিযোগ করা এবং আন্তর্জাতিক উকিলের মাধ্যমে মা’মলা করা ছাড়া কোনও পথ খোলা রাখেননি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *