মৌলভীবাজারে বিভিন্ন রুটে বাস ভাড়ার বর্ধিত ভাড়ার তালিকা প্রকাশ

মৌলভীবাজারে বিভিন্ন রুটে বাস ভাড়ার বর্ধিত ভাড়ার তালিকা প্রকাশ

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে বিভিন্ন রুটে বাস ভাড়ার বর্ধিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণের পর অভ্যন্তরীণ বিভিন্ন রুটের বর্ধিত ভাড়ার এ তালিকা প্রকাশ করা হয়েছে। ৭ আগস্ট রোববার মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন ও সচিব মো. আব্দুল ওয়াহেদ বাবলু স্বাক্ষরিত ভাড়ার এ তালিকা প্রকাশ করা হয়। নতুন তালিকায় আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেল চালিত বাস-মিনিবাসে যাত্রী প্রতি কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে। মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে চালকদের ভাড়ার চার্ট সরবরাহ করে গাড়ি চালক ও চালকের সহযোগীদের সরকার নির্ধারিত হারে ভাড়া আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।
তালিকা অনুযায়ী- শ্রীমঙ্গল থেকে শেরপুর ৪৬ কিলোমিটার ভাড়া ৯৮ টাকা ৯০ পয়সা।
শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার ২০ কিলোমিটার ভাড়া ৪৩ টাকা।
শ্রীমঙ্গল থেকে কাজিরবাজার ৩৫ কিলোমিটার ভাড়া ৭৫ টাকা ২৫ পয়সা।
শ্রীমঙ্গল থেকে সরকারবাজার ৪১ কিলোমিটার ভাড়া ৮৮ টাকা ১৫ পয়সা।
শেরপুর থেকে নবীগঞ্জ ১৯ কিলোমিটার ভাড়া ৪০ টাকা ৮৫ পয়সা।
শ্রীমঙ্গল থেকে সিলেট ৮৩ কিলোমিটার ভাড়া ১৭৪ টাকা ৪৫ পয়সা।
শেরপুর থেকে সিলেট ৩৭ কিলোমিটার ভাড়া ৭৯ টাকা ৫৫ পয়সা।
মৌলভীবাজার থেকে সিলেট ৬৩ কিলোমিটার ভাড়া ১৩৫ টাকা।
হবিগঞ্জ থেকে সিলেট ১২৫ কিলোমিটার ভাড়া ২৭৫ টাকা।
মৌলভীবাজার থেকে হবিগঞ্জ ৬৫ কিলোমিটার ভাড়া ১৩৯ টাকা।
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ ৪৫ কিলোমিটার ভাড়া ৯৬ টাকা ৭৫ পয়সা।
মৌলভীবাজার থেকে শেরপুর ২৬ কিলোমিটার ভাড়া ৫৫ টাকা ৯০ পয়সা ।
মৌলভীবাজার থেকে সরকার বাজার ২১ কিলোমিটার ভাড়া ৪৫ টাকা ১৫ পয়সা।
মৌলভীবাজার থেকে নাদামপুর ১৭ কিলোমিটার ভাড়া ৩৬ টাকা ৫৫ পয়সা।
মৌলভীবাজার থেকে কাজিরবাজার ১৫ কিলোমিটার ভাড়া ৩২ টাকা ২৫ পয়সা।
মৌলভীবাজার থেকে কামালপুর ১১ কিলোমিটার ভাড়া ২৩ টাকা ৬৫ পয়সা।
মৌলভীবাজার থেকে থানা বাজার ৯ কিলোমিটার ভাড়া ১৯ টাকা ৩৫ পয়সা।
মৌলভীবাজার থেকে কনকপুর ৭ কিলোমিটার ভাড়া ১৫ টাকা ০৫ পয়সা।
মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল ২০ কিলোমিটার ভাড়া ৪৩ টাকা।
মৌলভীবাজার থেকে কাকিয়া বাজার ১৫ কিলোমিটার ভাড়া ৩২ টাকা ২৫ পয়সা।
মৌলভীবাজার থেকে কালাপুর ১২ কিলোমিটার ভাড়া ২৫ টাকা ৮০ পয়সা।
মৌলভীবাজার থেকে ভৈরবগঞ্জ বাজার ১১ কিলোমিটার ভাড়া ২৩ টাকা ৬৫ পয়সা।
মৌলভীবাজার থেকে গিয়াসনগর ৮ কিলোমিটার ভাড়া ১৭ টাকা ২০ পয়সা।
মৌলভীবাজার থেকে মোকাবাজার ৬ কিলোমিটার ভাড়া ১২ টাকা ৯০ পয়সা।
মৌলভীবাজার থেকে কুরমাঘাট ৪৫ কিলোমিটার ভাড়া ৯৬ টাকা ৭৫ পয়সা।
মৌলভীবাজার থেকে মুন্সিবাজার ১২ কিলোমিটার ভাড়া ২৫ টাকা ৮০ পয়সা।
মৌলভীবাজার থেকে উপজেলা ২০ কিলোমিটার ভাড়া ৪৩ টাকা।
মৌলভীবাজার থেকে আদমপুর ২৫ কিলোমিটার ভাড়া ৫৩ টাকা ৭৫ পয়সা।
বৈশ্বিক দাম বৃদ্ধির কারণে গত ৫ আগস্ট রাতে কেরোসিন, ডিজেল, পেট্রোল এবং অকটেনের দাম বৃদ্ধি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দামে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা করা হয়। এর আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ৬ আগস্ট শনিবার রাতে বনানীতে বিআরটিএ কার্যালয়ে দীর্ঘ বৈঠকে বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়। সিটি সার্ভিসে কিলোমিটার প্রতি বাড়ছে ৩৫ পয়সা। আর দূরপাল্লায় ৪০ পয়সা করে বাড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *