মৌলভীবাজারে জবরদখল উচ্ছেদ প্রসঙ্গ বাদ দিয়েই বেরী লেইক উন্নয়নে মতবিনিময়

মৌলভীবাজারে জবরদখল উচ্ছেদ প্রসঙ্গ বাদ দিয়েই বেরী লেইক উন্নয়নে মতবিনিময়

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে জবরদখল উচ্ছেদ প্রসঙ্গ বাদ দিয়েই প্রস্তাবিত বঙ্গবন্ধু বেরী লেইক উন্নয়ন প্রকল্পের প্রস্তাবিত ডিপিপি এর অঙ্গ ভিত্তিক সম্ভাব্যতা ও মূল্যায়ণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ১০ আগষ্ট বুধবার দুপুরে। পৌরসভার হল রুমে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুয়াকাটা পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক ইকবাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান ও এলজিডির নির্বাহী প্রকৌশলী মোঃ আজিম উদ্দিন সরদার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল হোসেন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালিক, শিশু বিষায়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদ, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলো ষ্টাফ রির্পোটার আকমল হোসেন নিপু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, বিটিভি প্রতিনিধি হাসনাত কামাল ও মৌলভীবাজার২৪ ডটকম সম্পাদক মাহবুবুর রহমান রাহেল।
উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র নাহিদ হোসেন, কাউন্সিলর ফয়সল আহমদ, কাউন্সিলর সৈয়দ সেলিম হক, কাউন্সিলর পার্থ সারথি পাল, কাউন্সিল সালেহ আহমদ পাপ্পু, কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমানসহ মহিলা কাউন্সিলর, উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মালিক ও পৌরসভার কর্মকর্তারা। বক্তারা লেইকের সৌন্দর্যবর্ধন এবং শিশুদের চিত্তবিনোদনের সুবিধা রেখে লেইকটি স্থাপন করার মত প্রকাশ করেন। কিন্তু, কেউই লেইকের জবরদখল উচ্ছেদ প্রসঙ্গে কোন মতামত উপস্থাপন করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *