মাত্র ১০ মাসে কোরআনে হাফেজ হবার অনন্য নজির ৯ বছরের শিশুর

মাত্র ১০ মাসে কোরআনে হাফেজ হবার অনন্য নজির ৯ বছরের শিশুর

সুরমার ঢেউ ডেস্ক : মাত্র ১০ মাসে কোরআনে হাফেজ হবার অনন্য নজির স্থাপন করেছে ৯ বছরের এক শিশু। তার নাম জান্নাতুল ফিরদাউস। এখন সে হাফেজা জান্নাতুল ফিরদাউস। সে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনয়নস্থিত শ্যামপুর গ্রামের কামাল পাশার কন্যা। হাফেজা জান্নাতুল ফিরদাউস বর্তমানে রাজধানীর লালমাটিয়ায় হুইটন ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের স্ট্যন্ডার্ড-টু ক্লাসে পড়াশোনা করছে। তার বাবা কামাল পাশা একজন গণমাধ্যম কর্মী। তিনি বৈশাখী টেলিভিশনে কর্মরত রয়েছেন। মা রাফিয়াতুল জান্নাত একজন গৃহিনী।
কামাল পাশা জানান, ইংরেজি মিডিয়াম স্কুলে বিনামূল্যে বিদেশি ভাষা শেখানোর সুযোগ রয়েছে। তাই সুযোগটা নিতে মেয়েকে সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি ভাষা ও কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করি। কঠোর প্রচেষ্টায় সে মাত্র ১০ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে ফেলে- যার অর্ধেকের বেশি লকডাউনের মধ্যেই মুখস্থ করেছে। হাফেজা জান্নাতুল ফিরদাউস এদেশের নারীদের কোরআনের হাফেজ হতে সহযোগিতা করার পাশাপাশি ভবিষ্যতে আর্কিটেক্ট প্রকৌশলী হতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *