সিলেট : করোনা মহামারীর কারণে দেশে দীর্ঘদিন ধরে চলছে লকডাউনে। একারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিলেট তথা দেশের আদালতের কার্যক্রম। এই সময়ে কর্মহীন থাকা আদালতের সাথে সংশ্লিষ্ট (মুহুরী) আইনজীবী সহকারীদের একটা বিশাল অংশ মানবেতর জীবন যাপন করছেন।
তাদের দুরবস্থায় হাত বাড়িয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। করোনা দুর্যোগে ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের অর্ধশতাধিক আইনজীবী সহকারীদের পরিবারের মাঝে বিতরণের জন্য ঈদ উপহার সামগ্রীর প্যাকেট আইনজীবী সহকারী সমিতির নিকট হস্তান্তর করেন বিএনপি নেতা এমদাদ চৌধুরী।
বৃহস্পতিবার নগরীর আম্বরখানাস্ত গোল্ডেন টাওয়ারে এসব ঈদ উপহার সামগ্রী গ্রহণ করেন আইনজীবী সহকারী সমিতি সিলেটের সহ-সভাপতি দিনাজ আহমদ।
এসময় আইনজীবী সহকারী সমিতি নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন, শামীম আহমদ, সুধাংশ মালাকার, মুক্তার আলী, কামাল আহমদ ও রশীদ আহমদ প্রমুখ।
ঈদ উপহার সামগ্রী হস্তান্তর কালে সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘করোনার কারণে বিশ্বব্যাপী বিপর্যয় নেমে এসেছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মানুষের স্বাভাবিক জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে। এমন দুর্যোগে কমবেশি প্রতিটি মানুষই খুব কষ্টে দিনাতিপাত করছে। কেউ মুখ ফুটে বলতে পারছে, কেউ পারছেনা। আইনজীবী সহকারীরা ঠিক তেমনি। কর্মহীন থাকায় তারাও কষ্টে দিন কাটছে। আমাদের উচিত সকল শ্রেণী পেশার মানুষের দিকে নজর দেয়া।’