প্রাথমিক সহঃ শিক্ষক নিয়োগ-২০১৮ এর মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা প্যানেল প্রত্যাশীদের বৃক্ষরোপন কর্মসূচি পালণ

প্রাথমিক সহঃ শিক্ষক নিয়োগ-২০১৮ এর মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা প্যানেল প্রত্যাশীদের বৃক্ষরোপন কর্মসূচি পালণ

সংবাদদাতা :: প্রাথমিক সহঃ শিক্ষক নিয়োগ-২০১৮ এর মৌলভীবাজার প্যানেল বাস্তবায়ন কমিটির রাজনগর উপজেলা প্যানেল প্রত্যাশীদের বৃক্ষরোপন কর্মসূচি পালণ করা হয়েছে গত  শুক্রবার। উপজেলার টেংরাবাজার আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জলবায়ূ পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে। এ ভয়াবহ বিপদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে পর্যাপ্ত গাছ লাগানো উচিত। এতেকরেই প্রকৃতিতে বিদ্যমান কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণ কমিয়ে আনা সম্ভব। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে ও বেঁচে থাকার তাগিদে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার আহ্বান, ৩টি করে গাছ লাগান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর প্যানেল বাস্তবায়ন কমিটির উদ্যোগে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা প্যানেল প্রত্যাশীদের মাধ্যমে টেংরাবাজার আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসুচিতে রাজনগর সরকারী কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগর ভট্টাচার্য্য, ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাশার ফজলে রব, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য দিগন্ত দেব ভাস্কর আদিত্য, আবুল বাশার ফজলে রব জিল্লু, মোঃ আব্দুল করিম, মৌলভীবাজার প্যানেল বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক জুয়েল দাশ, শিবলু আহমেদ, মুহিবুর রহমান, কামরুল হাসান তরফদার, রনি লাল দাশ, নবকৃষ্ণ গোস্বামী, গৌতম দাশ, শ্রীবাস চন্দ, রূপজিৎ ভট্টাচার্য্য, পুলক কালোয়ার, মোহাম্মদ বেলাল হোসেন, অখিল দেবনাথ, জয়দেব পাল, পার্থ সোম পুলক, শুভ্রা দেবনাথ, নমিতা মালাকার, পপি রানী পাল, শ্রাবণী দাশ, আমেনা বেগম প্রমুখ সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *