সুরমার ঢেউ সংবাদ :: বাংলাদেশে ৯৫ হাজার টাকায় মিলছে গাড়ি। চায়না লোংসিদা বাংলাদেশ কোম্পানি লিমেটেড নামের একটি প্রতিষ্ঠান এ পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি বাজারে এনেছে ।গাড়িটির বিশেষত্ব হলো-সিঙ্গেল চার্জে এই গাড়ি ১২০ কিলোমিটার পর্যন্ত চলবে পারবে। গাড়িটি আকারে দেখতে ছোট্ট হলেও এর ডিজাইন চমৎকার। চালকসহ চারজন এতে আরামে বসা যাবে। জানা গেছে, চায়না থেকে এই গাড়ির যন্ত্রাংশ আমদানি করে গাজীপুরের মাওনার কারখানায় সংযোজন করে বিক্রি করা হচ্ছে। গাড়িটির সঙ্গে ব্যাটারি নেই। ব্যাটারি আলাদাভাবে কিনে সংযোজন করতে হবে। এর চারটি ব্যাটারি লাগবে যার দাম ৪০ হাজার টাকা। গাড়িটির সঙ্গে ইলেকট্রিক মোটর, চার্জারসহ আনসাঙ্গীক সবকিছুই দেয়া হবে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস অ্যান্ড লিগাল বিভাগের ম্যানেজার শামীম হোসাইন জানান, আমাদের এই ইলেকট্রিক কারটি লম্বায় সাড়ে সাত ফুট। প্রস্থ ৪ ফুট। উচ্চতা সাড়ে পাঁচ ফুট থেকে ৬ ফিট পর্যন্ত। এর সঙ্গে থাকছে ১০০০ ওয়াটের একটি মোটর ও চার্জ কন্ট্রোলার, ৪৮ ভোল্টের একটি চার্জার, একটি স্পেয়ার চাকা এবং একটি টুলস বক্স। তিনি জানান, এর সঙ্গে ব্যাটারি থাকছে না। আলাদাভাবে ব্যাটারি কিনে সংযোজন করতে হবে। এই গাড়ি চালানোর জন্য চারটি ব্যাটারি লাগবে। যার দাম ৪০ হাজার টাকা। গাড়িটি পাওয়া যাচ্ছে মাত্র ৯৫ হাজার টাকায়।