সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ এর পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের অধীনে সম্প্রতি সুবিধাবঞ্চিত শিশুদের ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ দাতব্য চিকিৎসালয়ে সুবিধাবঞ্চিত অর্ধশত পরিবারের ছেলে সন্তানদের বিনামুল্যে ওষুধসহ খৎনা সম্পন্ন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ভাষাসৈনিক বদরুজ্জামান (অব. কৃষিবিদ)। অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসার ব্যয় বহন করে এ পর্ষদ মানব সেবায় এক উজ্জল দৃষ্টান্তে পরিণত হয়েছে। সমাজসেবক হাজী নোমান আহমদের সভাপতিত্বে ও খিজির মুহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ফ্রি খৎনা ক্যাম্পে প্রকৌশলী সালেহ আহমদ, কবি জুনেদ জামান, মাওলানা জুবায়ের আহমদ, তারেক আহমদ, ডা আব্দুস শাকুর, সুবিধাভোগী শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।