সেন্ট্রাল লন্ডনে এনআরবি সম্পর্ক ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে ইউকে-বিসিসিআই’র আলোচনা সভা অনুষ্ঠিত

সেন্ট্রাল লন্ডনে এনআরবি সম্পর্ক ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে ইউকে-বিসিসিআই’র আলোচনা সভা অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: সেন্ট্রাল লন্ডনে এনআরবি সম্পর্ক বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে ইউকেবিসিসিআই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ২৮ এপ্রিল রবিবার ব্যারিস্টার আনোয়ার মিয়া রহিমা মিয়ার পরিচালনায়  সেন্ট্রাল লন্ডনের   অভিজাত মিলিনিয়াম গ্লস্টার হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যান বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বিশেষ অতিথি ছিলেন লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম

 সভায় স্বাগতঃ বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডিং প্রেসিডেন্ট  বজলুর রশিদ এমবিই। আবেগতাড়িত বক্তব্যে তিনি বলেনএই প্রথমবারের মতো প্রবাসীদের মধ্যথেকে একজন ইউকে প্রবাসীকে, প্রবাসী কল্যান বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী প্রবাসীদের একজন হয়ে প্রবাসীদের যত দাবী দাওয়া আছে , সেগুলো এবার যদি আমরা আদায় করে নিতে না পারি, তাহলে ভবিষ্যতে আমরা কখনও আদায় করতে পারব না। তিনি প্রতিমন্ত্রীকে সর্বাত্বক সহযোগিতা করে তার প্রতিমন্ত্রীত্ব সফল করার জন্য সবার প্রতি আহবান জানান

সংপঠনের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই প্রবাসীদের বিভিন্ন দাবীদাওয়ার পাশাপাশি এনআরবিদের জন্য হাউজিং জোন স্থাপনের প্রস্তাব দেনযাতে এনআরবি নতুন প্রজন্ম বাংলাদেশে গিয়ে নিরাপদে ফরেন কারেন্সী দিয়ে জায়গা কিনতে পারে। এতে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। ৩০ ডিসেম্বরকে এনআরবি দিবস ঘোষনা দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি, এনআরবি দিবস উদযাপন করার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রীরা উপস্থিত থাকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন

ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই তার বক্তব্যে বলেনপ্রবাসীদের দুঃখ একমাত্র প্রবাসীরাই বুঝতে পারবেন। একজন প্রবাসীকে প্রবাসী মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায় সকল প্রবাসীরাই খুব খুশী। আরও বক্তব্য রাখেন ইউকেবিসিসিআই প্রাক্তন প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু

বিশেষ অতিথি হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম তার বক্তব্যে বৃটিশ এনআরবিদের অবদানের কথা গুরুত্ব সহকারে উল্লেখ করে তিনি প্রবাসীদের দাবীদাওয়া পূরনে সর্বাত্মক সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন

 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লর্ড ক্যারন বিলামরিয়া সিবিই ডিএল, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, এনটিভি ইউরোপ সিইও সাবরিনা হোসাইন, লন্ডনের প্রাচীন সাপ্তাহিক জনমত পত্রিকার প্রধান সম্পাদক নাহাস পাশা ইউকে আওয়ামীলীগের প্রেসিডেন্ট সুলতান শরিফ

প্রধান অতিথি বাংলাদেশের প্রবাসী কল্যান বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি তার বক্ত্যবে প্রবাসীদের বিভিন্ন দাবীদাওয়া পূরণের পাশাপাশি প্রবাসীদের জন্য হাউজিং জোন স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস ব্যক্ত করেন

সভায় প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে স্বাগতঃ জানান ইউকেবিসিসিআই ডাইরেক্টর সিদ্দিকুর রহমান জয়নাল, ফারজানা নীলা হারুন মিয়া এবং ইউকেবিসিসিআই পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়

সভায় ভোট অব থ্যাংকস প্রদান করেন ইউকেবিসিসিআই ফাইন্যান্স ডাইরেক্টর কমরু আলী। সভায় ইমাম উদ্দিন আহমেদ, আব্দুল করিম নাজিম, ওলি খান এমবিই, সাইফুল আলম, করিম মিয়া শামীম প্রমুখ ইউকেবিসিসিআই ডাইরেক্টরবৃন্দ ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন। আলোচনা সভায় ইউকেবিসিসিআই কিভাবে ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশে ব্রিটেনে কাজ করছে, তা তুলে ধরা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *