সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। শরীফপুর ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সিআইপিআরবি’র প্রকল্প সমন্বয়কারী আলতাফুর রহমানের সঞ্চালনায় শরীফপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে গত ২০ ফেব্রুয়ারী এ এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত এডভোকেসী সভায় ইউনিয়ন পরিষদের মেম্বার, মহিলা মেম্বারগণ, ইউনিয়নের স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের সুপারভাইজার, মাঠকর্মী, স্বাস্থ্যসেবা প্রদানকারীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়া, এডভোকেসী সভায় ১ জন ফিস্টুলা সারভাইভার ও ২ জন ইনকিউরেবল প্রসবজনিত ফিস্টুলা রোগীকে পুণর্বাসন সহায়তা হিসেবে ২ জোড়া করে কবুতর প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর সহযোগিতায় সিলেট বিভাগে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
উক্ত কার্যক্রম বাস্তবায়নে জাতীয় পর্যায়ের স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা সিআইপিআরবি কারিগরি সহযোগিতা প্রদান করছে। এ কার্যক্রমের আওতায় প্রধানতঃ ফিস্টুলা রোগী শনাক্তকরণ, রেফারের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং পুণর্বাসনের আওতাভূক্ত করতে সহায়তা করা হয়। উক্ত কাজে সহযোগিতার জন্য সিআইপিআরবি’র প্রকল্প সমন্বয়কারী আলতাফুর রহমান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য- বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর সহযোগিতায় সিলেট বিভাগে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে জাতীয় পর্যায়ের স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা সিআইপিআরবি কারিগরি সহযোগিতা প্রদান করছে। এ কার্যক্রমের আওতায় প্রধানতঃ ফিস্টুলা রোগী শনাক্তকরণ, রেফারের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং পূনর্বাসনের আওতাভূক্ত করতে সহায়তা করা হয়। এ কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে সংশ্লিষ্ট সকলকে নিয়ে এ এডভোকেসী সভার আয়োজন করা হয়।