ময়মনসিংহে “হুইল চেয়ার” নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

ময়মনসিংহে “হুইল চেয়ার” নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

তাসলিমা রত্না, ময়মনসিংহ :: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে “হুইল চেয়ার” নামক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। মোহিত উর রহমান শান্ত এমপি’র একক উদ্যোগে গত ৩১ জানুয়ারী বুধবার বিকাল ২টায় ময়মনসিংহ সদরে তার নিজ বাসভবনে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। মোহিত উর রহমান শান্ত এমপি বলেন- ছোটবেলায় আব্বাকে যখন দেখতাম প্রশস্ত বুকের একজন মানুষ বুক উঁচিয়ে সিংহের মতো হাটতেন। কল্পনাই করতে পারতাম না আব্বা একদিন বৃদ্ধ হবেন। তার হাটার জন্য সাহায্যের প্রয়োজন পড়বে। যখন প্রয়োজন পড়লো তখন প্রথমে লাঠি, পরে হুইল চেয়ারের প্রয়োজন পড়লো। তবে, তার সবচেয়ে বেশি স্বস্তি হয়েছিল যখন হুইল চেয়ারে নিয়ে চলাফেরা করা হতো। আমার কাছে বেশিরভাগ বৃদ্ধ মানুষ সহযোগিতা চেয়েছেন একটি হুইল চেয়ার। তাদের এ প্রয়োজন আমি নিজের চোখে অবলোকন করেছি আব্বার জন্য। তাই, আজ থেকে একটি সংগঠন করছি- যার নাম “হুইল চেয়ার”।
তিনি আরো বলেন- আব্বার ব্যবহৃত হুইল চেয়ারটি দিয়ে যাত্রা শুরু করলাম, আলহামদুলিল্লাহ। আমার প্রত্যেক মাসের বেতন থেকে ৫ থেকে ৭টি হুইল চেয়ার কিনবো আমার সদরের বৃদ্ধ কিংবা বৃদ্ধা বাবা মার জন্য। আশাকরি আপনারা আপনাদের সাধ্যমত আমার পাশে থাকবেন। পর্যায়ক্রমে সদরের মা-বোনদের জন্য আরো কিছু কাজ করবো। যেমন- “এসো কাজ শিখি“ হস্তশিল্পের জন্য, তরুণ সমাজের আর্নিং এর জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করবো ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *