মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২ লাখ ৪৬ হাজার ৯২০ শিশুকে

মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২ লাখ ৪৬ হাজার ৯২০ শিশুকে

সুরমার ঢেউ সংবাদ :: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষ্যে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনে সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টশন সভায় জানানো হয়েছে আগামী ১২ ডিসেম্বর থেকে মৌলভীবাজার জেলায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ২ লাখ ৪৬ হাজার ৯২০ শিশুকে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশু ২৭ হাজার ৬২৪ জন এবং ১২ থেকে ৫৯ মাসের শিশু ২ লাখ ১৯ হাজার ২৯৬ জন। ৬-১১ মাস বয়সী শিশুর জন্য সবুজ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুর জন্য লাল ক্যাপসুল নির্ধারণ করা হয়েছে।
গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ইপিআই ভবনের হল রুমে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশন সভায় ভিটামিন এ এর প্রয়োজনীয়তা, গুরুত্ব ও উৎস নিয়ে বিস্তারিত আলোচনা করেন মেডিকেল অফিসার ডাঃ মুরাদে আলম। এসময় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন জেলায় সকল শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আসে সেজন্য সকলের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়- জেলার মোট জনসংখ্যা ২১,২৩,৪৪৫ জন। জেলার ৭ উপজেলার ৬৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ১৬৮৮ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ দায়িত্ব পালণ করবেন ৭৩০ জন সুপারভাইজার ও ৩৩৬৮ জন স্বেচ্ছাসেবক। ওরিয়েন্টশনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *