মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনের ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনের ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সুরমার ঢেউ সংবাদ :: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ২৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।
৪ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম মৌলভীবাজার- ৩ ও মৌলভীবাজার- ৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে এ ঘোষণা দেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে রিটার্নিং অফিসার মৌলভীবাজার- ১ আসনে কাগজপত্রে ত্রুটির কারনে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ, মৌলভীবাজার- ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহিদ, জাকের পার্টির মোহাম্মদ আব্দুল কাইয়ূম, ইসলামী ফ্রন্টের মো. আব্দুর রউফ, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. ফাহাদ আলম, স্বতন্ত্র সাদিকুর রহমান এবং মৌলভীবাজার-৪ আসনের জাকের পার্টির মুহিবুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন।
প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল প্রসঙ্গে জেলা রিটার্নিং অফিসার জানান- ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা এ ঘোষণার বিপরীতে আপিল করতে পারবেন। নির্বাচন কমিশন ১৫ ডিসেম্বরের মধ্যে আপিলের রায় জানাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *