সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকার লেমন গার্ডেন রিসোর্টের কক্ষে শরিফুল ইসলাম নামের এক পর্যটক খুন হয়েছেন। খুনের পর সঙ্গে থাকা অপর ২ পর্যটক কক্ষ তালাবদ্ধ করে পালিয়ে যায়।
রিসোর্টের রেজিষ্টার ও পুলিশ সুত্রে জানা যায়, ২৫ আগস্ট সকাল প্রায় পৌনে ৮ টার দিকে চাঁদপুরের শাহারাস্তি উপজেলার খাসেরবাড়ি গ্রামের আবুল খায়েরের ছেলে মো: নুরুল আমিন রাব্বিসহ অজ্ঞাতনামা আরও মধ্যবয়সী ১ জন পর্যটক হোটেল লেমন গার্ডেন রিসোর্ট এর বৃষ্টি বিলাশের রুম নং-৫ এ থাকার জন্য উঠেন।
পরবর্তিতে রোববার সাড়ে ১২ টার দিকে হোটেল স্টাফ সহিদুল ইসলাম সংশ্লিষ্ট রুমে চেকিংয়ের জন্য গেলে ওই রুম তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এতে তার সন্দেহ হলে ডাকাডাকির একপর্যায়ে কোন সাড়াশব্দ না পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষকে জানালে রিসোর্ট কর্তৃপক্ষ ঘটনাটি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। রিসোর্টের মাষ্টার চাবি দিয়ে কক্ষ খুলে রক্তাত্ত এক ব্যক্তির লাশ দেখতে পান।
সন্ধ্যার দিকে মৌলভীবাজারের পুলিশ সুপার মো: মনজুর রহমান পিপিএম (বার) সহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে পৌঁছান। এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধারসহ ঘটনার ক্লু উদঘাটনে তৎপরতা চালাচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা জনৈক নুরুল আমিন রাব্বি তার সংগীয় অজ্ঞাত নামা ১ জনসহ ২৬ আগস্ট রাত আনুমানিক ১০ টা থেকে পরদিন ভোর ৬ টার মধ্যে যে কোন এক সময় ওই ব্যক্তিকে মাথায় একাধিক আঘাত করে খুন করে। নিহত শরিফুল ইসলামের বাড়ি নরসিংদির রায়পুরা এলাকায়।
এবিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মো: মনজুর রহমান পিপিএম (বার) রাত সাড়ে ৮টার দিকে মুঠোফোনে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ ঘটনার রহস্য উদঘাটনে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এবিষয়ে পুলিশ তৎপর রয়েছে। ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।