সুরমার ঢেউ সংবাদ : সিলেটি কন্যা রুবায়া ফাহমিন জার্মানীর গোয়েথে ইউনিভার্সিটিতে আইনশাস্ত্রে ‘ফুলি কোয়ালিফাইড লইয়ার’ হিসাবে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। জার্মানীতে বাংলাদেশী বংশোদ্ভূত সিলেটের কৃতি সন্তান রুবায়া ফাহমিন হক জার্মানীর ফ্রাঙ্কফুর্টে বসবাসকারী রফিকুর রহমান ও বেগম ফয়জুন্নেছা রহমানের একমাত্র মেয়ে। তিনি জার্মানীর ফ্রাঙ্কফ্রুটের বিখ্যাত গোয়েথে ইউনিভার্সিটিতে আইনশাস্ত্রে সবাইকে তাক লাগিয়ে দিয়ে ‘ফুলি কোয়ালিফাইড লইয়ার’Fully Qualified Lawer হিসেবে সফলতার সাথে উত্তীর্ণ হন। তিনি ভবিষ্যতে বিচার বিভাগে কাজ করতে চান। তাঁর এ সফলতায় প্রথম বাংলাদেশী হিসেবে কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা।
সূত্র জানায়, রুবায়া জার্মানির ফ্রাঙ্কফ্রুট শহরেই স্থায়ীভাবে বসবাস ও লেখাপড়া করে আসছিলেন। ছোটবেলা থেকেই লেখাপড়ায় খুবই মেধাবী ও মনোযোগী হবার সুবাদে নামী দামী স্কুলে লেখাপড়ার পাশাপাশি জার্মানীর ফ্রাঙ্কফ্রুটের বিখ্যাত গোয়েথে ইউনিভার্সিটিতে আইনশাস্ত্রে লেখাপড়ার সুযোগ পান। প্রতিটি সেমিস্টারে সফলতার সহিত উত্তীর্ণ হয়ে গত দুমাস পূর্বে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন। করোনাদূর্যোগের কারণে সেই পরীক্ষার ফলাফল প্রকাশে দেরী হয়। গত সপ্তাহে চূড়ান্ত পরীক্ষার ফলাফলে একমাত্র বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে সবাইকে তাক লাগিয়ে দিয়ে সফলতার বীজ বুনেন রুবায়া ফাহমিন হক। রুবায়া সীল্যান্ড সুপার মার্কেটর স্বত্বাধিকারী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ও জার্মান ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জয়নাল হকের ছেলে করব জয়নাল হকের সাথে গত দু’বছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রুবায়া তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সকলের নিকট দোয়া চেয়েছেন। তাঁর শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল হক বাংলাদেশী এবং বাংলা ভাষাভাষী সবার ঘরে এমন সফলতার আনন্দ নিয়মিত বয়ে যাক এমনটিই কামনা করেছেন।