কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সবাই করোনা পজেটিভ হওয়ায় ৭ দিন চিকিৎসাসেবা বন্ধ

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সবাই করোনা পজেটিভ হওয়ায় ৭ দিন চিকিৎসাসেবা বন্ধ

সুরমার ঢেউ সংবাদ : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সবাই করোনা পজেটিভ হওয়ায় ৭ দিন চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। কুলাউড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালের ডাক্তারসহ ৯ জনের করোনা পজেটিভ হওয়ায় ৩০ জুন থেকে ৭ দিন সব প্রকার সেবাদান বন্ধ থাকবে। এছাড়া ৩০ জুন মঙ্গলবার নতুন করে উপজেলায় ১ দিনে মোট ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৪ জুনের রিপোর্টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন স্বাস্থ্যকর্মী এবং ২০ জুনের রিপোর্টে ১ জন ডাক্তারের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ফলে পরিচ্ছন্নতাসহ ভাইরাস প্রতিরোধে সিভিল সার্জনের পরামর্শক্রমে ৭ দিন হাসপাতালে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *