সুরমার ঢেউ সংবাদ :: কৃষিখাতে জাতীয় বাজেটের ন্যুনতম ১৫ শতাংশ বরাদ্দের দাবী জানিয়েছে জাতীয় কৃষক সমিতি। ঢাকায় সেগুনবাগিচাস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে গত ১৭ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত সভায় এ দাবী জানানো হয়।
সভায় ’৭২-এর সংবিধান অনুযায়ী কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নয়ন, যৌথ ও সমবায়ী মালিকানাসহ সমতা-ন্যায্যতার জনগণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার সংগ্রাম, কৃষি ও গ্রামীণ খাতকে অগ্রাধিকার দেয়া, ৭ম জাতীয় সম্মেলনের পর্যালোচনা, আন্দোলন ও সংগঠনের সাংগঠনিক কর্মসূচি পরিকল্পনা গ্রহণ, তহবিল ও বিবিধসহ অন্যান্য বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের সভাপতি কৃষকনেতা আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষকনেতা মাহমুদুল হাসান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন- কৃষক বাঁচলে দেশ বাঁচবে। অথচ কৃষকরাই আজকে সবচেয়ে অবহেলিত। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য পায়না। নেতৃবৃন্দ আশা করেন কৃষকরা তার উৎপাদিত ফসলের যাতে লাভজনক মূল্য পায় সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। সভায় আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কৃষকদের সমস্যাগুলো নিয়ে উপজেলা কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ভিত্তিক দাবি দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সংগঠনের সহ-সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, আব্দুল হক, শেখ হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ, হবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আলমগীর রতন, স্বেচ্ছাসেবক ও ত্রাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানভীর রুসমত, সদস্য সৈয়দ আমিরুজ্জামান, এডভোকেট ফিরোজ আলম, শফিকুল ইসলাম শিকদার, তাজুল ইসলাম, অরুন কুমার সরকার, এসরারুল হক, সিরাজুল ইসলাম, সাইদুর রহমান, বিপ্লব অধিকারী, সেলিম আক্তার স্বপন, মোজাম্মেল হক ফিরোজ, রাজিয়া সুলতানা প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।