মৌলভীবাজারে এবাক এর আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

মৌলভীবাজারে এবাক এর আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

ইশরাত জাহান চৌধুরী, ষ্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে ‘এসো বাগান করি’ (এবাক) মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে ১৭ জুন শনিবার। নতুন প্রজন্মের কাছে দেশীয় নানা জাতের ফলের পরিচিতি তুলে ধরতে এ উৎসবটি অনুষ্ঠিত হয় । জেলা শহরের অভিজাত এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজনের উদ্বোধন করেন এবাক এর প্রতিষ্ঠাতা মুনিম সিদ্দিকী। ফল উৎসবে নানা প্রজাতির প্রায় শতাধিক ঔষধী ও ভেষজ ফল প্রদর্শনের এমন অনন্য আয়োজনে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন বদরুল হোসেন। এছাড়াও সমন্বয়কারী হিসেবে এহসানা চৌধুরী চায়না, জোবায়ের আহমেদ, রোজি সালমান ও জসিম উদ্দিন এবং আয়োজক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অন্নপূর্ণা রিংকু। উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, ড্রাগন, লটকন, আনারস, করমচা, জামরুল, সফেদা, পেয়ারাসহ প্রায় শতাধিক প্রজাতির ফলের সমাহার ছিল। শিশু থেকে বয়স্ক নানা শ্রেণী পেশার দর্শনার্থীদের উপস্থিতি ছাড়াও উৎসবে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও উপদেষ্টা মন্ডলী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *