জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার আশঙ্কা বিরাজ করছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে নদ-নদী ও হাওরে বেড়েই চলছে পানি। আশঙ্কাজনক ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এর মধ্যে পানিতে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলের বাড়িঘর পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে অনেক গ্রামীণ রাস্তাঘাট। এছাড়া জগন্নাথপুর পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাটে পানি উঠেছে। এতে অনাকাঙ্খিত দুর্ভোগে পড়েছেন ভূক্তভোগী জনতা। তবে আরো কয়েক ফুট পানি বাড়লে প্লাবিত হয়ে যাবে জগন্নাথপুর। এমন আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন মানুষ। যদিও সুনামগঞ্জ জেলা প্রশাসক আগাম বন্যার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে বন্যা মোকাবেলায় করণীয় সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়েছেন।