সুরমার ঢেউ সংবাদ :: বহুকাংখিত এরাবরাক নদীর উপর কেশবচর-আউশকান্দি সংযোগ সেতর শুভ উদ্বোধন করা হয়েছে গত ২৮মে রোববার। মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের গোরারাই কেশবচর গ্রাম ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা আশুশকান্দি গ্রামের সীমান্ত নদী এরাবরাক নদীর উপর ৭ কোটি ৯২ লাখ ২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৯৬ মিটার পিএসসি গাডার সেতুটির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এ উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার এলজিইডি কর্মকর্তাবৃন্দ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন, খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ঠিকাদারসহ উভয়স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্রিজটি নির্মানের ফলে মৌলভীবাজার জেলার সদর উপজেলার ৬টি গ্রাম এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৭টি গ্রামের জনগনের মধ্যে পারষ্পরিক যোগাযোগ, চলাচলের সুবিধাসহ শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা নিশ্চিত হয়েছে।