জগন্নাথপুরে লকডাউনে সরকারি নির্দেশনা না মানায় ৫ ব্যবসায়ী আটক

জগন্নাথপুরে লকডাউনে সরকারি নির্দেশনা না মানায় ৫ ব্যবসায়ী আটক

ডাঃ নয়ন রায়, জগন্নাথপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা মোকাবেলায় মাঠে নেমেছে প্রশাসন। লকডাউনে সরকারি নির্দেশনা অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে চালানো হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। অভিযানে সরকারি নির্দেশনা না মানার দায়ে ৫ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ২৯ জুন সোমবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় জগন্নাথপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় লকডাউনে সরকারি নির্দেশনা না মানার দায়ে বাজারের ব্যবসায়ী ছইল মিয়া, গোপাল বণিক, অধির দেবনাথ, লিটন কর, স্বপন গোপ সহ ৫ জনকে আটক করা হয়। পরে মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। এর মধ্যে নামীদামী ব্যবসায়ী ছইল মিয়া ও গোপাল বণিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের মানবিক কারণে জরিমানা করা হয়নি। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরফাত বলেন, সরকারি সিদ্ধান্ত অমান্য করায় তাদেরকে আটক করা হলেও মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। তবে প্রাণঘাতি করোনা মোকাবেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *