শ. ই. সরকার জবলু :: ত্রি-বার্ষিক সম্মেলনের ৪ মাসেও মৌলভীবাজার জেলা যুবলীগের কমিটি ঘোষণা হয়নি। ফলে এ জেলায় যুবলীগের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে দেখা দিয়েছে একধরনের স্থবিরতা। যুবলীগের অনেক কর্মীর অভিযোগ- গতবছরের ১০ অক্টোবর অনুষ্ঠিত জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে পুরনো কমিটি বিলুপ্ত করা হলেও নতুন নেতৃত্ব নিয়ে সমঝোতা হয়নি। ফলে, ঢাকায় গিয়ে কমিটি ঘোষণা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কিন্তু, গত ৪ মাসেও কমিটি ঘোষণা করা হয়নি। এখন পুরো জেলায় যুবলীগের কার্যক্রমে দেখা দিয়েছে একধরনের স্থবিরতা।
জানা গেছে- ত্রি-বার্ষিক সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিলে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বিধা-বিভক্তি দেখা দেয়। এসময় স্থানীয়ভাবে জেলা ছাত্রলীগের সাবেক দুই সভাপতি পৌরমেয়র মোঃ ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেনের সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এহেন পরিস্থিতিতে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ছেড়ে দেন। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকায় গিয়ে কমিটি ঘোষণা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন।
সেইথেকে এখন পর্যন্ত কমিটি ঘোষণা করা না হলেও, শেষ পর্যন্ত জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমেদ, এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন ও হাসনাত ওয়াহিদ সৈকত- এ ৪ জনের মধ্যে যেকোনো ২ জন সভাপতি ও সাধারণ সম্পাদক হয়ে আসতে পারেন। এ প্রসঙ্গে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ বলেন- আমরা একটা সুন্দর সম্মেলন করতে পেরেছি। এতে সংগঠনের নেতাকর্মীরা চাঙ্গা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আগেই জমা দেয়া হয়েছে। এখন কেন্দ্র থেকে একটি গ্রহণযোগ্য কমিটি ঘোষণা করা হলেই সমাধান হবে। সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী এডভোকেট গউছ উদ্দিন নিক্সন বলেন- আমাদের পুরনো কমিটি বিলুপ্ত করা হলেও নতুন কমিটি ঘোষণা না হওয়ায় আমরা পুরনো কমিটিই রুটিন কাজ চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য- সর্বশেষ ২০১৭ সালের ৪ মে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নাহিদ আহমদকে সভাপতি ও সৈয়দ রেজাউর রহমান সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার দীর্ঘ ২ বছর পর প্রকাশ করা হয়েছিল ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা। ওই কমিটির মেয়াদোত্তীর্নের দীর্ঘ ৫ বছর পর গতবছর ২০২২ সালের ১০ অক্টোবর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলুন ও পায়রা উড়িয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলসহ জেলার মন্ত্রী, এমপি ও আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগ দিয়েছিলেন জেলার ৭টি উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী।
জানা গেছে- গতবছরের ১৩ মে মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করেছিলো কেন্দ্রীয় যুবলীগ। এর প্রেক্ষিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১৯ জন নেতাকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছেন সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন। সভাপতি পদে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী ফাহিম, সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, সহ-সাধারণ সম্পাদক সিতার আহমদ, সদস্য মোবাশ্বির আহমেদ, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও যুবলীগ নেতা মতিউর রহমান মতিন।
সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, সাংগঠনিক সম্পাদক হোসেন মো. ওয়াহিদ সৈকত, সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যীশু, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, অর্থ সম্পাদক সন্দীপ দাস, উপ-দপ্তর সম্পাদক তুষার আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাদমান সাকিব চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি ও সৈয়দ নাজমুল।