ইশরাত জাহান চৌধুরী :: সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে ২০ ফেব্রুয়ারি সোমবার। মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়েছে। এবছর মৌলভীবাজারে ২ লাখ ৫০ হাজার ২২৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। ১৬ ফেব্রুযারি বৃহস্পতিবার বিকেলে ইপিআই ভবনে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ বিষয়ে সাংবাদিকদের এডভোকেসি ও ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়।