মৌলভীবাজারে দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী পালিত

মৌলভীবাজারে দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী পালিত

ইশরাত জাহান চৌধুরী, ষ্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী পালিত হয়েছে ১৫ ফেব্রুয়ারি বুধবার। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি’র মাধ্যমে বাংলাভাষায় প্রথম রঙিন ট্যাবলয়েড এ পত্রিকাটির ‘রজতজয়ন্তী’ পালিত হয়েছে। মৌলভীবাজার প্রেসক্লাব হলরুমে দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীনের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়াম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান। অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ¦ ফজলুর রহমান, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার জামাল উদ্দিন এবং জেলা জজ আদালতের পিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, শেখ বোরহান উদ্দিন (র:) ইসলামি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এম মুহিবুর রহমান মুহিব প্রমুখ। সবশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথির নেতৃত্বে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *