৯৫তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার দায়িত্বে মুসলিম অভিনেতা

৯৫তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার দায়িত্বে মুসলিম অভিনেতা

সুরমার ঢেউ :: ৯৫তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার দায়িত্বে মুসলিম অভিনেতা। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই তথ্য জানিয়েছে। ৯৫তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করবেন পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা-প্রযোজক রিজ আহমেদ। তার পাশে থাকবেন আমেরিকান অভিনেত্রী অ্যালিসন উইলিয়ামস। রিজ আহমেদের বাবা-মা সত্তর দশকে পাকিস্তানের করাচি থেকে ইংল্যান্ডে পাড়ি জমান। ভারতে ব্রিটিশ উপনিবেশে এলাহাবাদ হাইকোর্টের প্রথম মুসলিম প্রধান বিচারপতি শাহ মুহাম্মদ সুলাইমানের বংশধর রিজ আহমেদ। এইচবিও’র মিনি সিরিজ ‘দ্য নাইট অব’-এর (২০১৬) মাধ্যমে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় অভিনেতা হিসেবে এমি অ্যাওয়ার্ড পান তিনি। ‘সাউন্ড অব মেটাল’ (২০১৯) ছবিতে বধির ড্রামার চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতা বিভাগে মনোনীত হন তিনি।
র‌্যাপার হিসেবেও জনপ্রিয় রিজ আহমেদ। তার দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘দ্য লং গুডবাই’-এর নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অস্কার জিতেছে। আনাইল ক্যারিয়ার পরিচালনায় এতে তুলে ধরা হয়েছে যুক্তরাজ্যের দক্ষিণ এশীয় ও ব্রিটিশ এশীয়দের মধ্যে ঐতিহাসিক ও সমকালীন সম্পর্ক।
আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে হাজির হবেন রিজ আহমেদ ও অ্যালিসন উইলিয়ামস। অস্কারের দুই ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম (টিকটক, টুইটার, ইউটিউব, ফেসবুক) এবং এবিসি টিভি চ্যানেলের ‘গুড মর্নিং আমেরিকা’, এবিসি নিউজ লাইভ এবং ডিজনি প্লাসে সরাসরি দেখানো হবে মনোনয়ন তালিকা ঘোষণার আয়োজন।
দুই পর্বে ২৩টি শাখার মনোনীতদের নাম জানানো হবে। শুরুতে সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী, অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, পোশাক পরিকল্পনা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক সুর-সংগীত, শব্দ, অ্যাডাপ্টেড চিত্রনাট্য ও মৌলিক চিত্রনাট্য শাখার মনোনীতদের নাম ঘোষণা করা হবে।
মাঝে ক্ষণিকের বিরতির পর দ্বিতীয় পর্বে জানানো হবে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা চিত্রগ্রহণ, সেরা পরিচালক, সেরা প্রামাণ্যচিত্র, সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, সেরা চলচ্চিত্র সম্পাদনা, সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য ছবি, সেরা মৌলিক গান, সেরা চলচ্চিত্র, সেরা শিল্প নির্দেশনা এবং সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে মনোনীতদের নাম। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কারের ৯৫তম আসর বসবে আগামী ১২ মার্চ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জিমি কিমেল। বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি এই আয়োজন দেখা যাবে এবিসি নেটওয়ার্কের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *