মৌলভীবাজারে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজারে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

ইশরাত জাহান চৌধুরী :: মৌলভীবাজারে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে ১১ জানুয়ারি বুধবার দুপুরে। জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও মন্ত্রিপরিষদের উপ-সচিব মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোঃ সামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন সচিব ও ভাইটাল স্ট্র্যাটেজিস এর কান্ট্রি কো-অডিনেটর নজরুল ইসলাম, প্রাক্তন অতিরিক্ত সচিব ও ভাইটাল স্ট্র্যাটেজিস এর কান্ট্রি কো-অডিনেটর মোঃ মঈন উদ্দিন ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মল্লিকা দে।
সেমিনারে সিআরভিএস সংক্রান্ত উপস্থাপনা, এপিএ জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সূচকে সংশ্লিষ্টদের অর্জন এবং করণীয় সংক্রান্ত উপস্থাপনা, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ও বিধিমালা সংক্রান্ত উপস্থাপনা ও উন্মোক্ত আলোচনা হয়। সেমিনারে সিভিল সার্জনের প্রতিনিধি, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক, জেলার ৭ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *