সিলেটে চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

সিলেটে চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

সুরমার ঢেউ সংবাদ :: সিলেটে চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার করা হয়েছে। বালু ও পাথরবাহী ট্রলি আটকে চাঁদাবাজির অভিযোগ ও চেইন অব কমান্ড না মানার কারণে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির এ দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। ৬ জানুয়ারী শুক্রবার রাতে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া) শাহরিয়ার বিন সালেহ স্বাক্ষরিত এক চিঠিতে তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পুলিশ সদস্যরা হলেন- ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. সুমন মিয়া ও মো. শাহরিয়ার হোসাইন। পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহাব উদ্দিন খান গত ২৪ ডিসেম্বর ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ওই দুই পুলিশ সদস্য তাকে না জানিয়ে বিভিন্ন জায়গায় চলে যেতেন। বারবার তাদের সতর্ক করার পরও তারা চেইন অব কমান্ড মানেননি।
সিলেটের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সার্কেল) প্রভাস কুমার সিংহ বলেন, মূলত চেইন অব কমান্ড ভাঙার অভিযোগে ওই দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। নির্দিষ্ট স্থানে দায়িত্ব দেয়া হলেও তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাবার অভিযোগ আছে। স্থানীয়ভাবে বালু ও পাথরবাহী ট্রলি আটকে চাঁদাবাজির অভিযোগও আছে। বিষয়টি পরবর্তীতে তদন্ত করে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *