সুরমার ঢেউ সংবাদ :: মণিপুরী মুসলিমদের ‘৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২’ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। মুসলিম মণিপুরী পাঙাল কমিউনিটির আয়োজনে এ ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশনটি অনুষ্ঠিত হয়েছে উপজেলার আদমপুর জি. কে. সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫ ডিসেম্বর রোববার। কনভেনশনে ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ মুসলিম মণিপুরী পাঙাল কমিউনিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে এবং শিক্ষক সাজ্জাদুর রহমান ও হুমায়ুন রেজা সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ কনভেনশনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার- ৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আনিসুজ্জামান, বাংলাদেশ ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মেজবাহ কামাল, ভারতের মনিপুর রাজ্যের প্রাক্তন এমএলএ মো. ফয়জুর রহীম, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, ভারতের মনিপুর রাজ্যের সভাপতি এস.এম. জালাল, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, অবসরপ্রাপ্ত কর্নেল সালেহ আহমেদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। এ কনভেনশন দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়ন, সর্বোপরি উভয় দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও সুসম্পর্ক স্থাপন করবে বলে দাবি করেন আলোচকরা।