ইশরাত জাহান চৌধুরী, ষ্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে দুঃস্থদেরকে সেলাই মেশিন ও লেপ দিলো আমার গৌরব ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলা শাখা। ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ আলতাফুর রহমানের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শহরের হোটেল ওয়েস্টার্ন প্লাজায় এক অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিন ও লেপ প্রদান করা হয়। দুঃস্থদেরকে সেলাই মেশিন ও লেপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান আফরোজা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নার্গিস জুঁই, ফাউন্ডেশন জেলা শাখার উপদেষ্টা এডভোকেট মাহবুবুল আলম শামীম ও চৌধুরী রোকেয়া মাহবুব এবং ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান শিপু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও নুসরাত জাহান, মোঃ কামাল হোসেন চৌধুরী, মাওলানা শরীফ আহমদ, মিনহাজ আহমেদ মুন্না, মোঃ অলিউর রহমানসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, সেলাই মেশিন ও লেপ গ্রহীতা দুঃস্থগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশন জানায়- বিগত এক বছরে ৩ শতাধিক অসহায় ও হতদরিদ্র নারী-পুরুষকে আমার গৌরব ফাউন্ডেশন জেলা শাখা বিভিন্নভাবে সহায়তা করেছে। এদের মধ্যে অধিকাংশই বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, এতিম, বৃদ্ধ ও শিশু। সহায়তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পথশিশুদের মাঝে খাবার বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল বিতরণ, রামাদ্বানের খাদ্য সামগ্রী বিতরণ। সর্বশেষ আজ সেলাই মেশিন ও লেপ বিতরণ করা হলো। উপস্থিত অতিথিগণ ফাউন্ডেশনের এসব কর্মকান্ডকে সাধুবাদ জানান এবং আর্ত-মানবতার সেবায় এসব সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।