মৌলভীবাজারে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ

মৌলভীবাজারে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ

ইশরাত জাহান চৌধুরী :: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে মৌলভীবাজারে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ। এসএসসি ফল ঘোষণা হওয়ার পর থেকে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরে মৌলভীবাজারে শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জানান- এবার এসএসসি পরীক্ষায় তাদের প্রতিষ্ঠানের ৯৮.৬৭ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এছাড়া মোট ২২৩ জন পাস ও ১১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আলী আমজাদ সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক কল্লোল দে জানান- তাদের প্রতিষ্ঠানের ৯৭.৬৫ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এছাড়া ১২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ মোট ২০৮ জন পাস করেছেন। শহরের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল কর্তৃপক্ষ জানান- তাদের প্রতিষ্ঠানে এবার ৯৭.১৭ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে- যেখানে ৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ মোট ১০৬ জন পাস করেছেন।
উল্লেখ্য, সিলেট শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। এ বোর্ডের অধীন ৪ জেলার মধ্যে মৌলভীবাজারে ৭৩ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া সিলেট জেলায় পাসের হার ৮১ দশমিক ৯৫ শতাংশ, সুনামগঞ্জে ৭৯ দশমিক ৯৫ শতাংশ ও হবিগঞ্জ ৭৭ দশমিক ৮৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *