সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হকের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজেস্ট্রেইট আমিমা আফরোজার সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন, জেলা উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। সভায় সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ ৫০ বছরের পর এদিবসটি জাতীয়ভাবে পালন করা হচ্ছে। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদের বাংলাদেশের সংবিধান গৃহিত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর হয়। এখন থেকে প্রতিবছর ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস হিসেবে ’ক’ ক্রমিকে পালিত হবে।