সুরমার ঢেউ সংবাদ :: হকির ম্যারাডোনাকে সম্মানিত করলো বাংলাদেশের সাবেক তারকা খেলোয়াড়রা। হকির ম্যারাডোনা খ্যাত শাহবাজ আহমেদ ঢাকায় এসেছেন আগেই। হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোনার্ক পদ্মার পরামর্শক হয়ে কাজ করছেন। একসময় ঢাকায় খেলে যাওয়া ৯৪ বিশ্বকাপ জয়ী অধিনায়ককে পেয়ে তাকে সম্মানিত করার সুযোগ হাতছাড়া করতে চাননি বাংলাদেশের সাবেক তারকা খেলোয়াড়রা। শাহবাজের সম্মানে ৪ নভেম্বর শুক্রবার বিকালে প্রীতি ম্যাচ হয়েছে। সেখানে মাহবুব হারুন, রফিকুল ইসলাম কামাল, মামুনুর রশীদ, মিরাজুল ইসলাম, মাহবুব এহসান রানা, আরিফুল হক প্রিন্স, রাসেল খান বাপ্পী, মওদুদুর রহমান শুভ ও হেদায়তুল ইসলাম রাজীব সহ অনেকেই অংশ নিয়েছেন। খেলাটি দুই দলে বিভক্ত হয়ে টার্ফে গড়িয়েছে। ২০ মিনিট করে দুই অর্ধে দুই দলের হয়ে শাহবাজও খেলেছেন। যদিও ম্যাচটি কেউ জেতেনি। ৩-৩ গোলে ড্র হয়েছে।
খেলোয়াড়ি জীবনে মুখোমুখি হয়েছিলেন। অনেক বছর পর আবারও প্রীতি ম্যাচে দেখা হলো শাহবাজ ও মাহবুব হারুনের।খেলোয়াড়ি জীবনে মুখোমুখি হয়েছিলেন। অনেক বছর পর আবারও প্রীতি ম্যাচে দেখা হলো শাহবাজ ও মাহবুব হারুনের। শাহবাজের সম্মানে ম্যাচ খেলতে পেরে খুশি বাংলাদেশের সাবেক তারকা মাহবুব হারুন। যাকে সেই সময় ‘বাংলার শাহবাজ’বলা হতো। বাংলা ট্রিবিউনকে হারুন বলেছেন, ‘খেলোয়াড়ি জীবনে শাহবাজের বিপক্ষে খেলেছিলাম। উনি মোহামেডান আর আমি আবাহনীর হয়ে খেলেছি। তাও অনেক দিন আগের কথা। এবার সুযোগ হয়েছে তার সঙ্গে আবারও খেলার। ভালো লেগেছে বলতে পারেন।’
জাতীয় দলের আরেক সাবেক তারকা মাহবুবুল এহসান রানাও ভীষণ খুশি, ‘আমাদের অনেক ভালো লাগছে শাহবাজ আহমেদের মতো লিজেন্ডারি খেলোয়াড়কে এভাবে সম্মানিত করতে পেরে। আমরা তাকে গার্ড অব অনার দিয়েছি। আমাদের পক্ষ থেকে যা যা করণীয় করার চেষ্টা করেছি। উনি আমাদের বিশ্ব হকিতে বড় তারকা। এর চেয়ে বড় খেলোয়াড় আর বাংলাদেশে আসেনি।’ শাহবাজও ঢাকায় এসে এমন সংবর্ধনা পেয়ে খুশি, ‘সত্যি পুরো সময়টুকু উপভোগ করেছি। দীর্ঘদিন পর ঢাকায় এসে সম্মানিত বোধ করছি। আমি ভীষণ আনন্দিত।’