সুরমার ঢেউ সংবাদ :: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাসুদ খাঁন ও তার ৬ সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। ২৯ অক্টোবর শনিবার জগদীশপুরে অবস্থিত বিএইচএল সিরামিক কোং লিমিটেড ও বাংলাদেশ হার্ডল্যান্ড সিরামিক কোম্পানির ব্যবস্থাপক মো. আবু সালমান আল রিজভী বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান মাসুদ খাঁন বিগত ইউপি নির্বাচনে জেতার পর কোম্পানির ডিজিএম (কমার্শিয়াল) মো. ইলিয়াছ টিটো ও অফিসে অবস্থানরত কর্মকর্তাদের কাছে ইউপি নির্বাচনে ব্যয় করা অর্থ বাবদ ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং স্যাম্পুল পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কোম্পানির সব কাঁচামাল তার মাধ্যমে নিতে বলেন। অন্যথায় কোম্পানি বন্ধ করে দেয়ার হুমকি দেন। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাসুদ খাঁনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।