সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলা জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টিলা কেটে মাটি নিয়ে নিচু জমি ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের লোকজন সরেজমিন এ অভিযোগের সত্যতা পেয়েছেন।
এলাকাবাসী ও ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে- পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব বড় ধামাই গ্রামের বাসিন্দা সমছু মিয়া ও মুসলিম মিয়ার মালিকানার দুটি বড় টিলা প্রায় এক মাস ধরে কাটা হচ্ছে বাড়ি তৈরি করার জন্য। এদিকে ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল প্রতিদিন রাতে টিলার মাটি ট্রাকে করে নিয়ে পাশে অবস্থিত তাঁর নিচু জমি ভরাট করছেন। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে পূর্ব জুড়ী ইউনিয়ন ভূমি অফিেেসর লোকজন সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কমলেন্দু ভট্টাচার্য বলেন- প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানাবো। অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগের চেষ্টা করে সমছু মিয়া ও মুসলিম মিয়ার মোবাইল বন্ধ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল বলেন- কয়েকদিনের ভারী বৃষ্টিতে টিলা ধসে পড়ায় জনচলাচলে অসুবিধার সৃষ্টি হওয়ায় ধসে পড়া মাটি সরিয়ে নেয়া হয়। তবে, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন- তদন্তে টিলা কাটা ও মাটি নেয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।