১৫ স্ত্রী ও ১০৭ সন্তান আফ্রিকার দেশ কেনিয়ার ডেভিড সাকায়ো কালুহানা’র

১৫ স্ত্রী ও ১০৭ সন্তান আফ্রিকার দেশ কেনিয়ার ডেভিড সাকায়ো কালুহানা’র

সুরমার ঢেউ সংবাদ :: এক কিংবা দুইজন নয়, ১৫ স্ত্রী নিয়ে তার সংসার। শুধু তাই নয়, তাদের রয়েছে ১০৭ সন্তানও। তাদের নিয়ে একান্নবর্তী পরিবার। তার সংসারে স্ত্রীদের মাঝে কোনো কিছু নিয়ে ঝগড়া বিবাদও নেই। ঘটনাটি আফ্রিকার দেশ কেনিয়ার। আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলের একটি গ্রামে বসবাস করেন ডেভিড সাকায়ো কালুহানা ও তার পরিবার। নিজেকে রাজা সলোমনের সঙ্গে তুলনা করেন ডেভিড সাকায়ো কালুহানা, যার কিনা ৭০০ স্ত্রী ও ৩০০ উপপত্মী ছিল। তাই ১৫টি স্ত্রীর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না ডেভিড সাকায়ো কালুহানা। ভবিষ্যতে আরো বিয়ে করতে চান।
ডেভিড সাকায়ো কালুহানা ভাষায়, ‘আমি কিং সলোমন। আমার মতো বুদ্ধিমত্তার মানুষকে কোনো একা নারী পরিচালনা করতে পারবে না। এজন্য আমি অনেক বিয়ে করেছি। কারণ একজন নারী আমার জন্য যথেষ্ট নয়।’
ডেভিড সাকায়ো কালুহানা দাবি করেন, তার আইকিউ একজন নারী বুঝতে সক্ষম নয়। এছাড়া তার যা আছে তাতেই তার স্ত্রী ও সন্তানরা সন্তুষ্ট। ডেভিড বলেন, ‘যদি আমার ২০টি স্ত্রীও হয় তবুও কোনো সমস্যা হবে না।’
এছাড়া তার বর্তমান স্ত্রীদের খুব দক্ষতার সঙ্গেই নিয়ন্ত্রণ করেন ডেভিড সাকায়ো কালুহানা। এজন্য তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয় না। তার স্ত্রীদের একজন জেসিকা। ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়। তার ভাষায়, ‘নতুন কোনো নারীকে তিনি স্ত্রী হিসেবে নিয়ে আসলেও আমার ঈর্ষা কাজ করে না। তিনি খুবই দায়িত্ববান পুরুষ। যখন যা করেন খুব ভেবেচিন্তেই করেন।’
অপর স্ত্রী রোজ। ডেভিড সাকায়ো কালুহানার ১৫ সন্তানের মা তিনি। তার দাবি, ‘আমরা খুবই ভালো জীবনযাপন করছি। পরস্পরকে আমরা খুবই ভালোবাসি। শুরুতে আমাদের মধ্যে হিংসা কাজ করত কিন্তু এখন আমরা বিষয়টিতে অভ্যস্ত হয়ে পড়েছি।’ সূত্র: টাইমস নাউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *