সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নস্থিত মৌলভীরচক গ্রামের গৃহবধূ মিনা বেগমকে হত্যাকারী এবং হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৯ আগষ্ট শুক্রবার বিকেলে। মৌলভীরচক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন কামারচাক ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, ইউপি মেম্বার মাহবুব রহমান, মকলিছুর রহমান, কামারচাক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলীম আল মুনিম, নিহত মিনা বেগমের বড়ভাই আব্দুল মান্নান, কনা মিয়া, আলিক চৌধুরী, শায়েস্তা মিয়া, সাংবাদিক মাইদুল ইসলাম, জাকির হোসেন মিনার, নিহত মিনা বেগমের বড় ছেলে কাওসার আহমেদ প্রমুখ।
নিহত মিনা বেগমের স্বামীসহ হত্যাকারী ও হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। নিহত মিনা বেগমের বড় ছেলে কাওসার আহমেদ ও ৩ বছরের মেয়ে বুশরা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলে- আমার মায়ের হত্যাকারী আমার বাবাসহ সবার ফাঁসি চাই।
উল্লেখ্য- গত ৩১ আগস্ট মৌলভীরচক গ্রামের গৃহবধু মিনা বেগমকে হত্যা করে তার স্বামী লেচু মিয়াসহ কয়েকজন মিলে লাশ গুম করতে পায়ে কলসি ও ড্রাম বেধে পুকুরে ফেলে দেয়। পরে লাশ ভেসে উঠলে রাজনগর থানার পুলিশ গিয়ে উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করে। এ ঘটনায় নিহতের স্বামীসহ কয়েকজনকে আসামী করে রাজনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক স্বামী লেচু মিয়া কারাগারে রয়েছে।