বিশেষ প্রতিনিধি :: মৌলভীবাজারে নানা আয়োজনে জেলার ২য় বৃহত্তম পেশাজীবি সংগঠন মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতির ২৫ বছরপূর্তি উদযাপন করা হয়েছে ৩০ জুলাই শনিবার দিনব্যাপী। সকাল ১১টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম থেকে সমিতির লোগোখচিত গেঞ্জিসজ্জিত সমিতির সদস্যদের বিরাট আনন্দ র্যালী ব্যান্ডের তালে তালে শহরের পুরাতন হাসপাতাল সড়কের একাংশ প্রদক্ষিণের মাধ্যমে ২৫ বছরপূর্তি উদযাপনের সূচনা হয়। র্যালী শেষে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও আলোচনা সভা। স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠানে সমিতির প্রয়াত সদস্যদের স্মরণে একমিনিট দাড়িয়ে নিরবতা পালণ করা হয়। সমিতির সভাপতি মোঃ আলমগীর’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত দাশ মনি’র সঞ্চালনায় বেলা ১২টা থেককাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজর সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা দেওয়ান আহমদ, উপদেষ্টা নিলিমেষ ঘোষ বলু, উপদেষ্টা সাংবাদিক শ. ই. সরকার জবলু, খলিলুর রহমান (ঝিনুক)সহ সকল উপদেষ্টা, বৃটেন প্রবাসী সদস্য খলিলুর রহমান খলিল, বিভিন্ন ইলেকট্রিক্যাল ওয়্যার কোম্পানী ও বিভিন্ন ইলেকট্রিক্যাল গুডস কোম্পানীর মৌলভীবাজার প্রতিনিধি।আমন্ত্রিত অতিথি ছিলেন দেশবিদেশে সিলেটি নিউজ (ডিবিএস নিউজ) সম্পাদক রুহুল আলম রনি ও দীপ্ত নিউজ ডটকম সম্পাদক দুরুদ আহমেদ, মৌলভীবাজার ক্যাবল সার্ভিস (এমসিএস)’র আমাদেও মৌলভীবাজার অনুষ্ঠানের পরিচালক সোহেল আহমদ প্রমুখ। স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মধ্যাহ্নভোজ। এরপর বিকাল ৪টায় বিশাল র্যাফেল ড্র এর মাধ্যমে ২৫ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ নেছার আহমেদ ও সালাম আহমদ জিতু, সহ-সভাপতি আমিনুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম ঝন্টুসহ সমিতির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।